যারা ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদস্বল্পতার কারণে বিসিএস ক্যাডারে সুপারিশকৃত হননি তাদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ দিনের বিকেল ৫টার মধ্যে অনলাইনে যারা আবেদন করবেন না, তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল ফোনে টেলিটক থেকে এসএমএস যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।