সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী কর্ম কমিশন কর্তৃক ৩৪ তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফলাফল আজ ০২:০০ টায় প্রকাশ করা হবে। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।
তাছাড়া টেলিটক বাংলাদেশ লিঃ এর মাধ্যমে SMS করে ফলাফল জানা যাবে।
Format : BCS <Space>34<Space> Registrations Number Send to 16222 । ফিরতি Message-এ ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য কমিশনের নোটিশ বোর্ডে ফলাফল প্রদর্শন করা হবে না।