বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোর মধ্যে উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন, বৈজ্ঞানিক সহকারী পদে দুজন, সহকারী হোটেল ম্যানেজার পদে একজন, পরিসংখ্যান সহকারী পদে দুজন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একজন, কোল্ড স্টোরেজ টেকনিশিয়ান পদে তিনজন, ট্রাক্টর ড্রাইভার পদে দুজন, পাওয়ার টিলার ড্রাইভার পদে চারজন, ফটোকপি অপারেটর পদে একজন, পাওয়ার পাম্প অপারেটর পদে পাঁচজন, মুয়াজ্জিন পদে একজন, রুম অ্যাটেনডেন্ট পদে দুজন এবং নিরাপত্তা প্রহরী পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে শুরু করে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী আবেদন করতে পারবেন আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে দ্য ডেইলি স্টারে ২৬ জানুয়ারি, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :