শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বুরো এর ১৪০টি শূন্য পদে নিয়োগ।
স্ট্যাটিসটিকাল ইনভেস্টিগেটর: ০২ টি
কম্পিউটার অপারেটর : ১২৮টি
ষাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর : ০১টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১টি
ল্যাব এসিস্টেন্ট : ০৭টি
আগ্রহী প্রাথীদের আগামী ৩১/০৫/২০১৬ তারিখ হতে ২৯/০৬/২০১৬ তারিখ বিকাল ৫ঘটিকা পর্ন্ত ব্যানসেইস এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd/jobs) এ Online Application করতে হবে। ১০০/- (একশত) টাকা জমা দিয়ে ট্রেজারী চালানের কপি আবেদন এর সাথে Upload করতে হবে।
সূত্র: ৩০ মে, ২০১৬ জনকণ্ঠ পত্রিকা