১৪দফা দাবিতে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণগণ মানববন্ধন করেছেন জাতীয় প্রেসক্লাবে। ১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ কানন মাহমুদ নামের একজন মানবন্ধনকারী আমাদের কাছে তাদের দাবিগুলোর কথা জানান। সরকারের জারীকৃত প্রজ্ঞাপন অনুসারে তাদের দাবীগুলো:
০১. আমরা যারা নিবন্ধন পরীক্ষায় পাস করেছি তাদের অতিসত্তর মেধা তালিকা অনলাইনে প্রকাশ করতে হবে।
০২. মেধা তালিকার ভিত্তিতে দ্রুত নিয়োগ দিতে হবে।
০৩. সার্টিফিকেটের মেয়াদ তিন বছর না করে আজীবন করতে হবে।
০৪. যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের বিষয় খোলা হয় নাই সেসকল প্রতিষ্ঠানে ঐ সকল বিষয় মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে এবং নিয়োগের ব্যবস্থা করতে হবে।
০৫. যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ খালি রয়েছে সেখানে দ্রুত নিয়োগ প্রদান করতে হবে।
০৬. যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে নতুন নিয়মে নিয়োগের সুযোগ দেয়া যাবেনা।
০৭. স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে।
০৮. আমাদের নিয়োগ প্রদান করে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে।
০৯. শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।
১০. যে সকল প্রতিষ্ঠান প্রধানগণ নতুন কোন বিষয় খুলতে অনীহা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১. ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ না দিয়ে ১৩তম নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা যাবেনা।
১২. নতুন নিয়মে ১২তমদের প্রধান্য দিতে হবে। যদি ১২তম কোন প্রার্থী পাওয়া না যায় প্রতিটি উপজেলায় তাহলে পুরাতন নিবন্ধনধারীদের সুযোগ দেয়া যেতে পারে। অন্যথায় অন্য কোন প্রতিষ্ঠান থেকে যদি কেউ আবেদন করে তাদের ব্যবস্থা করা যেতে পারে।
১৩. ২২ শে অক্টোবরের পরে ভুয়া নিয়োগ প্রকিয়া বন্ধ করতে হবে।
১৪. যেসমস্ত স্কুল ও কলেজে ২২ শে অক্টোবরের আগের নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয় নাই সেখানে ১২তম নিবন্ধনধারীদের আবেদন করার সুযোগ দিতে হবে।
এই ১৪দফা দাবি করেছেন বেসকারী শিক্ষক নিবন্ধনকারী উত্তীর্ণ প্রার্থীগণ।