স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফার্মাসিউটিক্যালসটি এক্সিকিউটিভ, ম্যাটারিয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেনটরি কন্ট্রোল পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম

এক্সিকিউটিভ, ম্যাটারিয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেনটরি কন্ট্রোল

যোগ্যতা

প্রার্থীকে রসায়ন/ফলিত রসায়ন থেকে মাস্টার্স অথবা ফলিত পরিসংখ্যান/ফার্মাসি থেকে মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করার সুযোগ পাবেন। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। নির্বাচিত প্রার্থীকে গাজীপুরে নিয়োগ দেওয়া হবে।

বেতন

২৮ হাজার থেকে ৩৩ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে career.squarepharma.com.bd– এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

২৭ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।