স্কলারশীপ নিয়ে লিংনান বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট!

হংকং এর বিখ্যাত লিংনান বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট তথা অনার্স পড়ার জন্য স্কলারশীপ দিবে। বিশ্ববিদ্যালয়টি এশিয়ার শীর্ষ দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন করার শেষ তারিখ ৩০ মার্চ, ২০১৬।

বিষয়:

  • চাইনিজ ল্যাঙ্গুয়েজ
  • কনটেমপোরারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ
  • কালচারাল স্টাডিজ
  • হিস্ট্রি
  • ফিলোসফি
  • ভিজ্যুয়াল স্টাডিজ
  • রিস্ক এন্ড ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট
  • ও সোস্যাল সায়েন্স এর বিষয়গুলো

যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সম্মান প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে ।
  • যে কোন একটি ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বৃত্তির মেয়াদ: চার বছর মেয়াদী অনার্স পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে ।

বৃত্তির বর্ণনা:

  • সকল টিউশন ফি
  • একাডেমিক খরচ
  • আবাসনের ব্যবস্থা
  • চিকিৎসা ভাতা

নির্বাচন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে । প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে।

কোর্স শুরু: সেপ্টেম্বর, ২০১৬।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে নিচের লিঙ্ক এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে

http://www.ln.edu.hk/admissions/ug/overseas