স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যে মাস্টার্স ও পিএইচডি

দেশের বাইরে উচ্চশিক্ষায় স্কলারশীপ সম্পর্কে খোজ খবর রাখেন এমন সবার কাছে কমনওয়েলথ স্কলারশীপ অতি পরিচিত। কেননা এটি শুধু বাংলাদেশ নয়, কমনওয়েলথ ভুক্ত সকল দেশের শিক্ষার্থীদের জন্য খুবই মর্যারদাপূর্ণ বলে মনে করা হয়। তৃতীয় বিশ্বের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদেরকে প্রতিবছরই এ স্কলারশীপ দেয়া হয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অনেক শিক্ষার্থীও এ স্কলারশীপ নিয়ে বহির্বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

education

প্রতিবছরের ন্যায় এবারও কমনওয়েলথ স্কলারশীপ কমিশন (সিএসসি) কর্তৃপক্ষ মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র আহবান করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমনওয়েলথ স্কলারশীপের জন্য আবেদন করার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫। আবেদনপত্র এই লিংকে পাওয়া যাবে- file:///C:/Users/user/Downloads/Documents/304%2827.08.15%29.PDF

বিষয়: শিক্ষার্থী তার নিজের পছন্দমত যে কোন বিষয়েই পড়তে পারবে।

বৃত্তির বিবরণ:
• এয়ার টিকেট
• সকল ধরনের টউশন ও এক্সাম ফি
• প্রতিমাসে ১০৩৪ ইউরো স্টাইপেন্ড। আর যাদের বিশ্ববিদ্যালয় লন্ডন মেট্রোপলিটন এলাকার বাইরে তাদের জন্য ১২৬৮ ইউরো।
• ইকুইপমেন্ট
• অভ্যন্তরীণ যাতায়াত ব্যয়
• ফিল্ড ওয়ার্ক এর যাবতীয় ব্যয়
• নিজ দেশে আসার জন্য মিড-টার্ম-ভিজিট এয়ারফেয়ার
• স্বামী/স্ত্রী সহ একত্রে থাকার জন্য সঙ্গী যদি স্কলারশীপ হোল্ডার না হয়, তাহলে অতিরিক্ত ২২ ইউরো লিভিং এলাওয়েন্স।
• ডিভোর্সড অথবা সিঙ্গেল প্যারেন্টদের জন্য প্রয়োজনীয় সকল খরচ।

আবেদন প্রক্রিয়া:
• শিক্ষা মন্ত্রণালয় এর ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্রেরনির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ।
• মেডিকেল ও ডেন্টিস্টি আবেদনকারীর জন্য এমবিবিএস/বিডিএস পাসের বছর, প্রাপ্ত নম্বর, মোট ও গড় নম্বর উল্লেখ করতে হবে ।
• অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে ।
• শুধু মাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ।
• পূরণকৃত আবেদন পত্র “সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০” এই ঠিকানায় ২০ সেপ্টেম্বর বিকালের মধ্যে পৌছাইতে হবে। খামের ওপর অবশ্যই স্কলারশীপের নাম, ক্যাটাগরী উল্লেখ করতে হবে। এছাড়া সকল সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, মার্কশিট, আইএলটিএস এর রেজাল্ট শিট, জীবন বৃত্তান্ত ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

ভেন্যু: কমনওয়েলথ স্কলারশীপের অধীনে শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে পারবে সেগুলো হল-

Aberystwyth University
Aston University
Bangor University
Birkbeck, University of London
Birmingham City University
Brunel University
Cardiff University
Cardiff Metropolitan University
City University London
Courtauld Institute of Art
Coventry University
Cranfield University
Durham University
Glasgow Caledonian University
Goldsmiths, University of London
Harper Adams University
Heriot-Watt University
Imperial College London
Institute of Commonwealth Studies, University of London
Institute of Education, University of London
Keele University
King’s College London
Kingston University
Lancaster University
Leeds Beckett University
Liverpool John Moores University
Liverpool School of Tropical Medicine
London School of Economics and Political Science
London School of Hygiene and Tropical Medicine
Loughborough University
Manchester Metropolitan University
Newcastle University
Northumbria University – for PhD study only
Nottingham Trent University
Open University
Plymouth University
Queen Margaret University
Queen Mary, University of London
Queen’s University, Belfast
Robert Gordon University
Royal Holloway, University of London
Royal Veterinary College
SOAS, University of London
Sheffield Hallam University
Staffordshire University
Swansea University
Teesside University
University College London
University of Aberdeen
University of Bath
University of Birmingham
University of Bradford
University of Brighton
University of Bristol
University of Cambridge / Cambridge Commonwealth Trust (CCT)
University of Central Lancashire
University of Chester
University of Dundee
University of East Anglia
University of East London
University of Edinburgh
University of Essex
University of Exeter
University of Glasgow
University of Greenwich
University of Hull
University of Kent
University of Leeds
University of Leicester
University of Lincoln
University of Liverpool
University of Manchester
University of Northampton
University of Nottingham
University of Oxford
University of Portsmouth
University of Reading
University of Roehampton
University of St Andrews
University of Salford
University of Sheffield
University of South Wales
University of Southampton
University of Stirling
University of Strathclyde
University of Surrey
University of Sussex
University of the West of England
University of Ulster
University of Warwick
University of Westminster
University of Winchester
University of Wolverhampton
University of York