শিক্ষাঙ্গন ডেস্ক: মোনাশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মেধা স্কলারশিপ সহ অনেক বৃত্তি প্রোগ্রামের মাধ্যমে মোনাশ বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে ইচ্ছুক আন্তর্জাতিক ছাত্রদের সাহায্য করে থাকে।
শেষ তারিখ: ১৫জানুয়ারি / ১৫মার্চ / ১৫ এপ্রিল / ১২ জুন
অধ্যয়ন: অস্ট্রেলিয়া
আয়োজক: অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়
বিষয়: বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত যে কোনো যোগ্য পুরো সময়ের স্নাতক বা স্নাতকোত্তর (পাঠক্রম) প্রোগ্রাম।
টার্গেট গ্রুপ: সব দেশের আন্তর্জাতিক ছাত্র। যেসকল দেশ মোনাশকে গুরুত্ব দেয় তাদের অগ্রাধিকার দেয়া হবে।
বৃত্তির সংখ্যা: ৩১ জন
বৃত্তির মূল্য / সংযোজন: প্রতি বছরে ১০০০০ ডলার করে আপনার ডিগ্রী জন্য পয়েন্ট ন্যূনতম নম্বর পেয়ে ডিগ্রী সম্পন্ন করা পর্যন্ত দেওয়া হবে।
যোগ্যতা: International student/ একটি পূর্ণ কোর্স শুরু করা ছাত্রদের বা অব্যাহত ছাত্র
অস্ট্রেলিয়ার মোনাশ ক্যাম্পাসে/ একটি পূর্ণ সময় স্নাতক বা স্নাতকোত্তর (পাঠক্রম) ডিগ্রী প্রাপ্ত ছাত্র।
আবেদন নির্দেশাবলী: এই বৃত্তির জন্য আবেদন করার পূর্বে, আপনাকে কোন শর্ত ছাড়া একটি পূর্ণ মোনাশ কোর্স গ্রহণ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বৃত্তির জন্য একটি পৃথক আবেদনপত্র জমা দিতে হবে। পরবর্তী সময়সীমা সেমিস্টার ১/ ২ এর জন্য ১৫ জানুয়ারি ২০১৬। ১৫মার্চ, ১৫ এপ্রিল বা ১২ জুন ২০১৬ সেমিস্টার ২ এর জন্য।
আবেদনপত্র অ্যাক্সেস এবং এই বৃত্তির জন্য কিভাবে আবেদন করতে হবে এসব বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
অফিসিয়াল বৃত্তির ওয়েবসাইট: www.monash.edu