সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। অপরূপ সৌন্দর্যের একটি দেশ। বিশ্ববিদ্যালয়টি রাজধানী বার্নের নামেই বিশ্ববিদ্যালয়টির নামকরণ।
বিশ্ববিদ্যালয়টি দেখলে চোখ জুড়িয়ে যাবে শিক্ষার্থীদের। মনোরম শিক্ষার পরিবেশ। মেধা চর্চার সকল সুযোগই রয়েছে এখানে।
প্রতিষ্ঠানটির প্রদত্ত স্কলারশিপের অধীনে করা যাবে মাস্টার্স ডিগ্রি কোর্স। আপনার সহপাঠী হবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা।
পাঠ্য বিভাগ : তারা আপনাকে দিবে উন্মুক্ত জ্ঞান চর্চার সুযোগ।
স্কলারশিপের সংখ্যা : অনির্ধারিত
যা পাবেন : প্রতি মাসে বৃত্তি হিসেবে পাবেন ১ লাখ ৩২ হাজার টাকা। দিতে হবেনা কোন টিউশন ও পরীক্ষা ফি।
শর্ত : ইংরেজিতে দক্ষ হতে হবে, সুইজারল্যান্ডের নাগরিক হওয়া যাবে না, সে দেশের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরণের সার্টিফিকেটধারি হওয়া যাবে না। অনার্স যে বিষয়ে পড়েছেন মাস্টার্স সে বিষয়েই পড়তে হবে, গত ৫ বছরের মধ্যে সম্পন্ন করা অনার্সের সার্টিফিকেট লাগবে।
ডেডলাইন : ২৮ নভেম্বর ২০১৪ এর মধ্যে আবেদন করতে হবে। অন্যথায় ফসকে যাবে এ সুবর্ণ সুযোগ