সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকাদের কবলে পড়েছে। হ্যাকারা সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর লিখেছে, পাকিস্তান জিন্দাবাদ।
গতকাল বুধবার হ্যাকাররা সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে, ওয়েবসাইটটি পুনরুদ্ধার করতে কাজ চলছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, গত বুধবার সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাইট নির্মাণ করে দিয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে পাসওয়ার্ড এনে এটি পুনরুদ্ধারের কাজ চলছে।
শিক্ষাবোর্ড বুধবার হ্যাক হওয়ার দাবি করলেও একটি সূত্র জানিয়েছে গত ২০ জুলাই থেকে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
সংগৃহিত