০১. নিরপেক্ষ পানির pH কত?
(ক) ৬
(খ) ৮
(গ) ৫
(ঘ) ৭
উত্তরঃ ৭
০২. বন্যার সময় পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট ব্যবহার করা হয় সেটি-
(ক) NaOCl
(খ) Na2CO3
(গ) Cl2
(ঘ) O3
উত্তরঃ NaOCl
০৩. সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের প্রায় কত অংশ পানির নিচে চলে যাবে?
(ক) এক তৃতীয়াংশ
(খ) এক-পঞ্চমাংশ
(গ) এক-দশমাংশ
(ঘ) এক-চতুর্থাংশ
উত্তরঃ এক-দশমাংশ
০৪. রক্ত রসে শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে?
(ক) ৯০ ভাগ
(খ) ৫ ভাগ
(গ) ৯৫ ভাগ
(ঘ) ১০ ভাগ
উত্তরঃ ১০ ভাগ
০৫. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নগুলোর উত্তর দাও।
রাতুল ও তার বন্ধুর স্কুলে যাবার সময় দুর্ঘটানায় পড়ে। এতে তার বন্ধুর প্রচুর রক্তঃক্ষরণ হয়। রাতুল তার বন্ধুর রক্তের প্রয়োজন মেটাতে বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই রক্ত দিয়ে দিল।
রাতুলে রক্তের গ্রুপ কী ছিল?
(ক) AB
(খ) A
(গ) B
(ঘ) O
উত্তরঃ O
০৬. রাতুলের দেহে সৃষ্ট লোহিত কণিকার আয়ু কত দিন?
(ক) ১২০ দিন
(খ) ৬০ দিন
(গ) ৯০ দিন
(ঘ) ৩০ দিন
উত্তরঃ ১২০ দিন
০৭. মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি?
(ক) ২২টি
(খ) ৪৬টি
(গ) ২৩টি
(ঘ) ৪৪টি
উত্তরঃ ৪৬টি
০৮. নিচের কোন শ্রেণির প্রাণিদের হৃৎপিণ্ডে দুইটি অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত দুইটি নিলয় থাকে?
(ক) মৎস্য
(খ) সরীসৃপ
(গ) উভচর
(ঘ) পাখি
উত্তরঃ সরীসৃপ
০৯. “প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব” শীর্ষক পুস্তকটির রচয়িতা কে?
(ক) চার্লস ডারউইন
(খ) ল্যামার্ক
(গ) গ্রেগর মেন্ডেল
(ঘ) হেকেল
উত্তরঃ চার্লস ডারউইন
১০. একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব কত?
(ক) ৫ সেঃ মিঃ
(খ) ১০ সেঃ মিঃ
(গ) ২০ সেঃ মিঃ
(ঘ) ২৫ সেঃ মিঃ
উত্তরঃ ২৫ সেঃ মিঃ