০১. রঙ্গিন টেলিভিশনের ক্যামেরায় কয়টি মৌলিক রং থাকে?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তরঃ ৩টি
০২. ফ্যাক্স আবিষ্কার করেন কে?
(ক) বেইন
(খ) গ্রাম বেল
(গ) রনজেন
(ঘ) হেনরি
উত্তরঃ বেইন
০৩. কোনটি সার্বজনীন দ্রাবক?
(ক) তেল
(খ) দুধ
(গ) পানি
(ঘ) অ্যালকোহল
উত্তরঃ পানি
০৪. অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক?
(ক) pH > 9
(খ) pH > 7
(গ) pH < 7
(ঘ) pH = 9
উত্তরঃ pH < 7
০৫. কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?
(ক) পাট
(খ) পশম
(গ)রেশম
(ঘ) লিলেন
উত্তরঃ লিলেন
০৬. সবচেয়ে নরম খনিজ কোনটি?
(ক) হীরা
(খ) ট্যালক
(গ)সিলিকা
(ঘ) চুনাপাথর
উত্তরঃ ট্যালক
০৭. মাটিতে অজৈব বা খনিজ পদার্থ শতকরা কত ভাগ থাকে?
(ক) ৫
(খ) ২০
(গ) ৪৫
(ঘ) ৫০
উত্তরঃ ৪৫
০৮. জিপসামের রাসায়নিক সংকেত কোনটি?
(ক) Fe2O4
(খ) CaCO3
(গ) CaSO45H2O
(ঘ) CaSO42H2O
উত্তরঃ CaSO42H2O
০৯. টুথপেস্টের সাধারণত pH কত হয়?
(ক) ৫-৬
(খ) ৭-১০
(গ) ৯-১১
(ঘ) ৩-৫
উত্তরঃ ৯-১১
১০. নিচের কোনটি দূর্বল এসিড?
(ক) HNO3
(খ) H2CO3
(গ) HCl
(ঘ) H2SO4
উত্তরঃ H2CO3