০১. উত্তর গোলার্ধে নিচের কোন তারিখকে বলা হয় ‘শারদ বিষুব’?
(ক) ২৩ সেপ্টেম্বর
(খ) ২২ মার্চ
(গ) ২৩ মার্চ
(ঘ) ২২ আগস্ট
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর
০২. বিমান চলাচল ঝুঁকিপূর্ণ কোন ধরনের বায়ুর মধ্যে?
(ক) ঠাণ্ডা বায়ু
(খ) উষ্ণ বায়ু
(গ) নিম্নমুখী বায়ু
(ঘ) ঊর্ধ্বমুখী বায়ু
উত্তরঃ ঠাণ্ডা বায়ু
০৩. চন্দ্রগ্রহণের সময় (সূর্য, চন্দ্র, পৃথিবী) একই সরলরেখায় চলে আসে, এ সময় নিচের কোনটি দুটির মাঝখানে থাকে?
(ক) চন্দ্র
(খ) সূর্য
(গ) পৃথিবী
(ঘ) এরূপ হওয়ার সম্ভাবনা নাই
উত্তরঃ পৃথিবী
০৪. পৃথিবীর আকাশে রং নীল, এরূপ মঙ্গল গ্রহের আকাশের কোন রং?
(ক) নীল
(খ) সাদা
(গ) লাল
(ঘ) গোলাপি
উত্তরঃ গোলাপি
০৫. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
(ক) ইউরেনাস
(খ) বুধ
(গ) শুক্র
(ঘ) নেপচুন
উত্তরঃ ইউরেনাস
০৬. সবুজ সারের উপকারিতা কী?
(ক) নাইট্রোজেন বাড়ায়
(খ) ক্যালসিয়াম বাড়ায়
(গ) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
(ঘ) ফসলের গুণগত মান বাড়ায়
উত্তরঃ নাইট্রোজেন বাড়ায়
০৭. কৃষি জমির কত সে. মি. নিচ পর্যন্ত উদ্ভিদের পুষ্টি উপাদান বঞ্চিত থাকে?
(ক) ১০-১৫ সে. মি.
(খ) ১৫-২০ সে. মি.
(গ) ২০-২৫ সে. মি.
(ঘ) ২৫-৩০ সে. মি.
উত্তরঃ ১৫-২০ সে. মি.
০৮. সবুজ সার তৈরি করতে কোনটির চাষ করতে হয়?
(ক) ধানের চাষ
(খ) শাকসবজির চাষ
(গ) গমের চাষ
(ঘ) ধইঞ্চার চাষ
উত্তরঃ ধইঞ্চার চাষ
০৯. শালবন কোন বনাঞ্জল হিসেবে পরিচিত ?
(ক) পত্রঝরা
(খ) চিরসবুজ
(গ) মিশ্র
(ঘ) ম্যানগ্রোব
উত্তরঃ পত্রঝরা
১০. কোনটি গজারী গড় হিসেবেও পরিচিত ?
(ক) সুন্দরবন
(খ) শালবন
(গ) সিলেটের বন
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ শালবন