০১. কোন পাতের পুরুত্ব নির্ণয়ে কোনটি ব্যবহার করতে হয়?
(ক) স্ক্রু গজ (খ) মিটার স্কেল (গ) ভার্নিয়ার স্কেল (ঘ) স্লাইড ক্যালিপার্স
উত্তরঃস্ক্রু গজ
০২. নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
(ক) সরণ (খ) দ্রুতি (গ) বেগ (ঘ)ত্বরণ
উত্তরঃ সরণ
০৩. নিমোট সেনসিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
(ক) পায়োনিয়ার (খ) মারস-২ (গ) অ্যাপোলো-১১ (ঘ) ল্যান্ডসেট-১
উত্তরঃ ল্যান্ডসেট-১
০৪. পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে?
(ক) কেপলার (খ) গ্যালিলও (গ) নিউটন (ঘ)বোর
উত্তরঃ গ্যালিলও
০৫. ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কী পরিমাণ বৃদ্ধি পায়?
(ক) 9.81 ms-1 (খ)9.8 10-1 ms-1 (গ)0.98 ms-1 (ঘ)9.80 ms-1
উত্তরঃ 9.81 ms-1
০৬. লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে-
(ক) শূন্য (খ) অসীম (গ)9.8 ms-2 (ঘ)- 9.8 ms-2
উত্তরঃ শূন্য
০৭. স্প্রিং নিক্তি দ্বারা কী মাপা হয়?
(ক) ভর (খ) ওজন (গ) ঘনত্ব (ঘ)আয়তন
উত্তরঃ ওজন
০৮. পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোনটি?
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) প্লাটিনিয়াম (ঘ) ইউরেনিয়াম
উত্তরঃ ইউরেনিয়াম
০৯. জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
(ক) বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে (খ) বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে (গ) তাপ শক্তি আলোক শক্তিতে (ঘ)তাপ শক্তি গতি শক্তিতে
উত্তরঃ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে
১০. কলমের কালি মুখে ফুঁ দিলে কি ঘটে?
(ক) যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় (খ) শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
(গ) স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় (ঘ)বায়ু শব্দ শক্তির সৃষ্টি করে
উত্তরঃ যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়