০১. কোন ভিটামিন ক্ষতস্থান রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন কে
০২. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
উত্তরঃ মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
০৩. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তরঃ বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
০৪. এন্টিবায়োটিকের কাজ-
উত্তরঃ জীবাণু ধ্বংস করা
০৫. মাশরুম এক ধরনের-
উত্তরঃ ফাঙ্গাস
০৬. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তরঃ অগ্ন্যাশয় হতে
০৭. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ৬টি
০৮. সালোকসংশ্লেষণ পরিমাণে হয়-
উত্তরঃসবুজ আলোতে
০৯. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
উত্তরঃ মাটির সংগে সংযোগ হয় না
১০. কোন জৈব অম্ল ?
উত্তরঃ এসিটিক এসিড