► উপমহাদেশে রেল চলাচল শুরু হয় : ১৮৫৩ সালে।
► চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে : মারমা উপজাতি।
► মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত : সেগুনবাগিচা, ঢাকা।
► ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় : ৬ ডিসেম্বর ১৯৭১।
► স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছিল : বাংলাদেশের মানচিত্র।
► পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় : ২ ডিসেম্বর ১৯৯৭।
► বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন : ড: কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
► বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ : সেন্টমার্টিন।
►‘সোনারগাঁও’ এর পুরাতন নাম : সুবর্ণগ্রাম।
►মায়ানমার এর সাথে বাংলাদেশের সীমানা রয়েছে : ৩টি জেলার।
► বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য : ৭১১ কি. মি.।
► তেভাগা আন্দোলনের নেত্রী : ইলা মিত্র।
► লালবাগ কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা খান।
► বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত : ঈশ্বরদী।
► বাংলাদেশের পোস্টাল একাডেমী অবস্থিত : রাজশাহী।
► ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০ সালে।
► হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় : ১৯৮৬ সালে।
► বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর রহমান।
► বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত : বুড়িগঙ্গা।
► দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত: লালমনিরহাট।