০১। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) ময়নামতি
খ) সোনারগাঁ
গ) ঢাকা
ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর : খ) সোনারগাঁ
০২। জাতিসংঘের জনসংখ্যাসংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
ক) সপ্তম
খ) নবম
গ) একাদশ
ঘ) ত্রয়োদশ
সঠিক উত্তর : খ) নবম
০৩। হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে
খ) ফিনল্যান্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) জাপান
সঠিক উত্তর : খ) ফিনল্যান্ড
০৪। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
ক) ১৩৭
খ) ১৩৮
গ) ১৮৭
ঘ) ১৫০
সঠিক উত্তর : ক) ১৩৭
০৫। কে বাংলা সাল গণনা শুরু করেন?
ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াস শাহ
গ) বিজয় সেন
ঘ) আকবর
সঠিক উত্তর : ঘ) আকবর
০৬। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ক) চট্টগ্রাম
খ) রাঙামাটি
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) জামালপুর
সঠিক উত্তর : গ) চাঁপাইনবাবগঞ্জ
০৭। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
ক) ৬টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৩টি
সঠিক উত্তর : ঘ) ৩টি
০৮। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
ক) ৬২৭ কি.মি.
খ) ৫২৯ কি.মি.
গ) ৪২০ কি.মি.
ঘ) ৩০৭ কি.মি.
সঠিক উত্তর : ক) ৬২৭ কি.মি.
০৯। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমান সবচেয়ে বেশি সাহায্য পায়?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) জার্মানি
সঠিক উত্তর : খ) জাপান
১০। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
ক) ১৯৮৮
খ) ১৯৮৫
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৫
সঠিক উত্তর : ক) ১৯৮৮