০১. City of culture নামে খ্যাত শহর কোনটি?
ক. এথেন্স
খ. তাসখন্দ
গ. প্যারিস
ঘ. মস্কো
০২. বাংলা সনের প্রবর্তক কে?
ক. লক্ষণ সেন
খ. সম্রাট আকবর
গ. সম্রাট অশোক
ঘ. বখতিয়ার খিলজি
০৩. কোন দেশ প্রথম বায়োগ্যাস চালিত ট্রেন চালু করেছে?
ক. কানাডা
খ. সুইডেন
গ. আমেরিকা
ঘ. জাপান।
০৪. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
ক. নবাব কুতুবউদ্দিন
খ. নবাব হাফিজুর রহমান
গ. নবাব আবদুল গণি
ঘ. নবাব আবদুল লতিফ।
০৫. হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. আফগানিস্তান
খ. তুরস্ক
গ. ইরান
ঘ. মরক্কো
০৬. বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃত দেয়?
ক. নেপাল
খ. ভুটান
গ. ভারত
ঘ. রাশিয়া
০৭. অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কোন সাল থেকে?
ক. ১৯৬৯
খ. ১৮৬৯
গ. ১৯৭৯
ঘ. ১৮৭৯।
০৮. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
ক. আওরঙ্গজেব
খ. শাহজাহান
গ. জাহাঙ্গীর
ঘ. দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
০৯. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা কোনটি?
ক. বাংলা জার্নাল
খ. কিশোর জার্নাল
গ. উত্তরাধিকার
ঘ. ধান শালিকের দেশ।
১০. A. F. P কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ইংল্যান্ড
খ. কানাডা
গ. জার্মানি
ঘ. ফ্রান্স।