০১. পদের নাম: থেরাপী সহকারী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমানসহ সিএইচডিআরপি কোর্স সম্পন্ন হতে হবে। বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমানসহ ডিপ্লোমা ইন ভিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষা ক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী/বিভাগ (জিপিএ ২.৫এর নিম্নে নহে) গ্রহণযোগ্য হবে না।
বেতন: ১৭,৬৫০-(গ্রেড ১৩তম)
০২. পদের নাম: টেকনিশিয়ান-২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমানসহ কোর্স সম্পন্ন হতে হবে। এ ক্ষেত্রে সরকার কর্তৃক অনোমোদিত প্রতিষ্ঠান হতে অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। । শিক্ষা ক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী/বিভাগ (জিপিএ ২.৫এর নিম্নে নহে) গ্রহণযোগ্য হবে না।
বেতন: ১৭,৬৫০-(গ্রেড ১৩তম)
০৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রিধারী। কম্পিউটার ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড ও এক্সেল ও দক্ষতার সনদপত্র থাকতে হবে।
বেতন: ১৫,৬৫০-(গ্রেড ১৬তম)
০৪. পদের নাম: স্টাফ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস।
বেতন: ১৪,৪৫০-(গ্রেড ১৬তম)
০৫. পদের নাম: গার্ড
যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
মোট পদসংখ্যা: ২৮টি ।
আবেদনের শেষ সময়: ২০-০২-২০১৭ বিকাল ৫.০০টার মধ্যে পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এ/২, সেকশন-১২, মিরপুর, ঢাকা ১২০৬-তে পৌঁছাতে হবে। খামের উপর পদেন নাম ও নিজ জেলার নাম লিখতে হবে।