বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যুক্তরাজ্যের ওপরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া এখন শিক্ষার্থীদের দ্বিতীয় পছন্দের দেশ। অন্যদিকে শিক্ষার সোনালী ইতিহাস সমৃদ্ধ যুক্তরাজ্য চলে গেছে তালিকার তিন নম্বরে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির সেন্টার ফর গ্লোবাল হায়ার এডুকেশনের গবেষকরা বলেন, অভিবাসন নিয়ে রক্ষণশীলতা যুক্তরাজ্যকে অস্ট্রেলিয়ার পেছনে ফেলে দিয়েছে। দিন দিন আমরা আরও পিছিয়ে যাচ্ছি। অন্যদিকে খুব দ্রুত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া।
এ গবেষণা প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়ায় ব্রিটিশ কাউন্সিল বলছে, বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে যুক্তরাজ্যের নীতি পুনর্বিবেচনা করা উচিত।
এ বছর প্রকাশিত আরেক গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে ২০ বিলিয়ন ইউরো যোগ করে বিদেশি শিক্ষার্থীরা।
লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলো চায় ব্রেক্সিটের পর বিদেশি শিক্ষার্থীদের জন্য অভিবাসন নীতি আরও শিথিল হোক।
সূত্রঃ ইত্তেফাক