শিক্ষকের বিচার দাবিতে ক্ষোভে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কিলোতে শিক্ষকের প্রাইভেটকারচাপায় শিক্ষকসহ ২জন নিহতের ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ করছেন।

shahjalal-un

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে এসে সমাবেত হন। এসময় শতশত শিক্ষার্থী মানববন্ধনে যোগ দেন।

পরে তারা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসে ২জন নিহতের এঘটনায় দায়ী শিক্ষকের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়া ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিা। ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজনে ওই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে।