ল্যাবএইড লিমিটেড নারায়ণগঞ্জ, বাড্ডা, মালিবাগ, উত্তরা ও পল্লবী শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ্গুলোর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এক্সিকিউটিভ (ক্যাশ কাউন্টার), এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার), এক্সিকিউটিভ (পিএবিএক্স), এক্সিকিউটিভ (রিপোর্ট ডেলিভারি) ও এক্সিকিউটিভ (রিপোর্ট প্রসেস) পদে; ল্যাবরেটরি বিভাগে সায়েন্টিফিক অফিসার, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার ও টেকনিশিয়ান পদে; আইটি বিভাগে এক্সিকিউটিভ (আইটি) ও কম্পিউটার অপারেটর পদে, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে এক্সিকিউটিভ (এফঅ্যান্ডএ) ও এক্সিকিউটিভ (স্টোর) পদে; সেলস বিভাগে সহকারী ম্যানেজার ও এক্সিকিউটিভ পদে, ফার্মেসি বিভাগে ফার্মেসি ইনচার্জ ও সেলসম্যান পদে মেইন্টেনেন্স বিভাগে প্লাম্বার ও ইলেকট্রিশিয়ান পদে, সিকিউরিটি বিভাগে সিকিউরিটি সুপারভাইজার ও সিকিউরিটি গার্ড পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো