রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ রোববার বিকেলে ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য মো. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ভর্তির আবেদনের সময়সীমাও নির্ধারণ হয়েছে। ভর্তি-ইচ্ছুরা আগামী ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্য তথ্যাদি খুব শিগগির সংবাদপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.ruet.ac.bd ) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।