টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি অ্যাজিয়াটা লিমিটেড রিজিওনাল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যবসায় প্রশাসন থেকে পাসকারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা : প্রার্থীদের সেলস সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত : আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমেরhttps://www.linkedin.com/jobs2/view/100495832?refId=fb10e93f-a13d-47c1-9f35-2722d9faf233&trk=jobs_home_click_jymbii এই ঠিকানার মাধ্যমে।
সূত্র: এনটিভি বিড ডট কম