আজ ৪ঠা মে (বৃহস্পতিবার) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। পরীক্ষার্থী ও সংশ্লিষ্টরা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে মেসেজ পাঠিয়ে অথবা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
সেক্ষেত্রে মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল জানতে চাইলে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে SSC < স্পেস > বোর্ডের Name এর প্রথম তিন অক্ষর < স্পেস > রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2017 লিখে Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।
এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে পরীক্ষার্থীরা এসএসসির ফল জানতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।
পত্রিকা অফিস কিংবা বোর্ড অফিসে গিয়ে ফল জানার কোনো সুযোগ নেই।