অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের থেকে স্কলারশীপসহ আন্ডারগ্রাজুয়েট তথা অনার্স অধ্যয়নের জন্য আবেদনপত্র আহবান করেছে। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০১৫।
বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলোতে পাঠদান করা হয় তার যে কোনটিতে পড়তে পারবে।
বৃত্তির সংখ্যা: প্রতিবছর ৫০ জন বিদেশী শিক্ষার্থীকে আন্ডারগ্রাজুয়েট স্কলারশীপ দিয়ে থাকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়।
কোর্স লেভেল: আন্ডারগ্রাজুয়েট তথা অনার্স পড়ার জন্য এ বৃত্তি দেয়া হবে ।
যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষাগুলোতে কমপক্ষে ৮০% নম্বর থাকতে হবে। এছাড়া আইএলটিএস পরীক্ষায় ন্যুনতম ৬.০০ স্কোর থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে শারিরীক ও মানসিক ভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।
বৃত্তির বিবরণ:
• সকল প্রকার টিউশন ফি
• সম্পূর্ণ ফ্রি আবাসন ব্যবস্থা
• চিকিৎসা ভাতা
• যাতায়াত ভাতা
• রাউন্ড ট্রিপ এয়ার টিকেট
আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন ফর্ম পাওয়া যাবে। আরো বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্ক ব্রাউজ করুন—
http://scholarship-positions.com/international-undergraduate-scholarships-university-melbourne-australia-2015/2014/10/26/