০১. “The Interpretation of Dreams”- বইটির লেখক কে?
উত্তরঃ সিগমুণ্ড ফ্রয়েড
০২. মনোবিজ্ঞানের জন্ম সাল কবে?
উত্তরঃ ১৮৭৯ সালে।
০৩. ইন্দ্রিয় সংবেদনের কি?
উত্তরঃ গ্রাহক যন্ত্র
০৪. বুদ্ধি পরিমাপের অভীক্ষা প্রথম তৈরি করেন কে?
উত্তরঃ জেমস ক্যাটলে।
০৫. চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা কে ?
উত্তরঃ ইভান প্যাভলব।
০৬. পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লিটমার উইটনার
০৭. ‘অভাববোধ’ কোন চক্রের প্রথম স্তর?
উত্তরঃ প্রেষণা।
০৮. সীমাতত্ত্বে জনক কে?
উত্তরঃ গুস্তাভ ফেকনার।
০৯. “Principles of Physiological Psychology” গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭৪ সালে।
১০. সহায়ক শিক্ষণে নির্ভুল প্রতিক্রিয়া কোনটির সহায়ক হিসেবে কাজ করে?
উত্তরঃ বলবর্ধকের।