**** সবচেয়ে সরু দেশ কোনটি?
চিলি। (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি)
**** পৃথিবীর সর্ব দক্ষিনের শহর কোনটি?
পুন্টা আরেনাস, চিলি।
**** সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি?
ইন্দোনেশিয়া (১৩,৫০০ টি)
**** ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে?
উত্তরঃ প্রায় ৬,০০০ টি।
**** সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি?
উত্তরঃ সুইজারল্যান্ড।
**** কোন দেশ আর্ন্তজাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি?
উত্তরঃ সুইজারল্যান্ড।
**** সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২
**** বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ চীন (পৃথিবীর মোট জনসংখ্যার ২৩%)
**** বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?
উত্তরঃ নাউরু (আয়তন -২১ বর্গ কিমি)
**** বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি। (১০৮.৭ একর)
**** বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কিমি, আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই)
**** দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?
উত্তরঃ আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কিমি)
**** সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে।
**** সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি?
উত্তরঃ চীন (১৫দেশের সাথে সীমান্ত)।
**** পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?
উত্তরঃ জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কিমি)।
**** দ্বিতয়ি ক্ষুদ্র সীমান্ত কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কিমি)
**** আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%)।
**** কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উত্তরঃ নেদারল্যান্ড।