বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সকল বিভাগের ক্লাস ছুটি এবং ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সকল বিভাগের পরীক্ষা বন্ধ থাকবে।
একই সাথে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন ভেন্যুতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.brur.ac.bd অথবা http://brur.teletalk.com.bd থেকে পাওয়া যাবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত হেল্পলাইন ০১৫৫৮১৩৬৮১৪ এবং ০১৫৭২২৯২১৫ নম্বরে কল করেও জানা যাবে।