কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পুর্বোঘোষিত সময় অনুযায়ী ২০ অক্টোবর ভর্তি আবেদনের শেষ দিন ছিল। তবে আবেদনের সময় বাড়ানো হলেও ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৪ ও ৫ ডিসেম্বর অপরিবর্তিত রয়েছে।
ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ সময়সূচি ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) প্রকাশ করা হবে।