প্রশ্ন: ব্যাংক নিয়োগ পরীক্ষায় কি কি ধনরনের প্রশ্ন হয়ে থাকে?
Bank নিয়োগ পরীক্ষায় দুই ধরনের Question হয়ে থাকে:
1. Multiple Choice Questions (MCQ) &
2. Written Questions.
1.Multiple Choice Questions (MCQ): সাধারণত ব্যাংক নিয়োগ পরীক্ষায় 100টি MCQ থাকে । প্রতিটি MCQ তে । নম্বর করে মোট 100 প্রশ্ন থাকে । সময় থাকে সাধারণত 1 ঘন্টা এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন 36 সেকেন্ড করে সময় পাওয়া যায় । তবে কোন কোন ব্যাংকে 100 টির পরিবর্তে 75/60/50 বা বিভিন্ন সংখ্যক প্রশ্ন থাকে । এর জন্য সমঃয় ও ভিন্ন ভিন্ন হয়
2.Written Questions: Written part এর মান / নম্বর বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন হয় । তবে সাধারণত 30 থেকে শুরু করে 200 Marks এর হয় । Written part এ নিচেন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় ।
a)English Composition
b)Mathematics
c)Translation
কোন কোন ব্যাংক বিশেষ করে সরকারী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং অন্য কিছু ব্যাংক বাংলা সারাংশ/সারমর্, Essay এবং Paragraph দিয়ে থকে ।
প্রশ্ন: ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কোন কোন উৎস থেকে নেওয়া হয় ?
যখন একজন Question Maker Bank Job Test এর Question করার দায়িত্ব পান, তখন ঐ Question Maker সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পুরনো Bank Job Test এবং তাদের অন্যান্যAdmission Test এর Question গুলো সংগ্রহ করেন । এরপর Question Maker উক্ত Test গুলোর Question থেকে Compile করে Question তৈরি করেন ।
প্রশ্ন জমা দেয়ার ক্ষেত্রে একটি Deadline থাকে. তাই উক্ত Deadline এর আগে পর্যাপ্ত সময় থাকলে তিনি English/Math এর ক্ষেত্রে কিছু নতুন Type এর Innovative Question তৈরি করার চেষ্টা করেন । এ ধরনের প্রশ্নগুলো সম্পূর্ নতুন ধরনের প্রশ্ন হওয়ায় তা থাকে সম্পূর্ নতুন ধরনের ।
আর অধিকাংশ Faculty Member Research/Teaching এ busy হওয়ায় তাদের হাতে প্রশ্ন করার জন্য সময় অত্যন্ত কম থাকে । ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কারা পুরানো একটি Question Paper এর অধিকাংশ Question-ই repeat করেন ।
যাহোক কোন কোন Source থেকে Bank Job Test এর Question করা হয় তা নিচে দেয়া হল :
- Question Maker’s Innovation
- GRE Big Book
- GMAT Official Guide by ETS (Old & New)
- GMAT Official Guide by GMAC
- Barron’s GRE/GMAT
- Cliff’s TOEFL
- Cambridge TOEFL
- Kaplan GRE/GMAT Math Work Book
- Manhattan GMAT/GRE
- MBA (IBA) Admission Test Question, MBM(BIBM) Admission Test Question etc.(সংগৃহিত)
আর আপনাদের সুবিধার্থে অামাদের ওয়েবসাইটে সকল কিছু সমন্বয়ে ব্যাংক জবের মডেল টেস্ট তৈরি করা হয়েছে। ব্যাংক জব মডেল টেস্ট দিতে ক্লিক করুন: ব্যাংক জব মডেল টেস্ট
আর ব্যাংকের পূর্ববর্তী বছরের প্রশ্ন পেতে ক্লিক করুন: ব্যাংক জব পূর্ববর্তী প্রশ্ন
আমাদের অন্যান্য মডেল টেস্ট হচ্ছে : বিসিএস মডেল টেস্ট শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি মডেল টেস্ট
তাছাড়া শিক্ষা সংক্রান্ত যে কোন তথ্য আপডেট পেতে আমাদের ফেইসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন। আমাদের ফেইসবুক পেজ https//:www.facebook.com/educarnival/