চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেসে [ওহান] বৃত্তিতে ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি তার ইন্টারন্যাশনাল ফ্রেশম্যান স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এইচএসসি বা সমমান উত্তীর্ণরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে আবেদনকারীদের বয়স ১৮ এর কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না।
আবেদনের শেষ তারিখ চলতি মাসের ৩০ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারী শিক্ষার্থীদের নির্দিষ্ট মাত্রায় ইংরেজি দক্ষতা থাকতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : http://scholarship-positions.com/china-university-geosciences-wuhan-international-freshman-scholarship-program/2016/07/21/
চায়না ইউনিভার্সিটি অব ওহান হচ্ছে ভূবিজ্ঞান, সম্পদ ও পরিবেশবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশটির শীর্ষসারির একটি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টিতে ভূবিজ্ঞানবিষয়ক বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনার সুযোগ রয়েছে।