৩৫তম বিসিএসের রিটেন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সামনে ভাইভার যুদ্ধ শুরু হবে। এনিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা রণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আজ আপনাদের কিছু কমন প্রশ্ন শেয়ার করছি। যেটা সকল ক্যাডারদের জন্যই প্রযোজ্য। এ প্রশ্নগুলো অধিকাংশ সময়েই করা হয়ে থাকে। চলুন জেনে নেই সাধারণত কি কি প্রশ্ন করা হয়ে থাকে :
১. সবচেয়ে Common প্রশ্ন হল -আপনার First Choice ………কেন?
এ প্রশ্নের উত্তরেই আপনাকে বুঝিয়ে দিতে হবে যে,You are different & special, গতানুগতিক উত্তর না দিয়ে একটু আলাদা উত্তর করতে হবে, পরিচিত কোন Diplomate, সচিব, IGP এর reference বলতে পারেন। কোন কোন দেশের reference দিতে পারেন যেখানে ঘন ঘন রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও Strong Civil Service ওই দেশকে Stable রাখছে।
২. Describe Your Self : এ প্রশ্নটা ইংরেজিতে হতে পারে-এখানে একটু creative হওয়ার চেষ্টা করুন। সবচেয়ে important point holo – আপনার উত্তর থেকেই পরবর্তী question হবার সম্ভাবনা ৭০%, তাই উত্তরের জন্য শব্দ চয়ন খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে এমন শব্দ চয়ন করতে হবে যাতে পরের প্রশ্নটা আপনি guess করতে পারেন।
৩. জাতির জনকের জীবনী (details)
৪. মাননীয় প্রধানমন্ত্রীর প্রোফাইল (short)
৫. নিজ জেলার history
৬. নিজ জেলার মুক্তিযুদ্ধের history
৭. নিজ জেলার নদীর নাম
৮. নিজের নামের সঙ্গে মিল আছে এমন বিখ্যাত লোক থাকলে তার details.
৯. নিজ জেলায় কোন মাননীয় মন্ত্রী থাকলে তার প্রোফাইল (short)
১০. নিজ জেলার সংসদ সদস্যদের প্রোফাইল (short)
১১. Bangladesh Economic Review (Latest যেটা Published) – এখান থেকে GDP, Per capita income etc প্রশ্ন হতে পারে।
১২. Current কিছু data – remittance, reserve, FDI etc
১৩. Viva exam এর দিনের সংবাদপত্রে অবশ্যই চোখ বুলাতে হবে, ওই দিনের বাংলা তারিখ, ওই দিনটা যদি কোন দিবস বা Special day হয়, তাহলে তা অবশ্যই details জানতে হবে। সংবাদপত্রের শিরোণাম পড়ে যান।
১৪. সংবিধান, সাংবিধানিক পদ
১৫. সংবিধানের ১৫তম সংশোধনী
১৬. প্রার্থী মহিলা হলে মহিলা Minister/secretary/Judge/DC/AS খুব important