০১. কোন রেখা দ্বারা নক্ষত্রের গঠন জানা যায়-
A. টেলুরিক রেখা
B. সৌর বর্ণালী
C. ফ্রনহফার রেখা
D. অবিচ্ছিন্ন রেখা
০২. সৌর বর্ণালীতে বিদ্যমান কালো রেখাকে কী বলে?
A. ম্যাক্সওয়েলের রেখা
B. বিশুদ্ধ বর্ণালী রেখা
C. মাধ্যমিক রেখা
D. ফ্রনহফারের রেখা
০৩. ভাস্বর কঠিন বস্তু হতে নির্গত বর্ণালীকে বলে-
A. অবিচ্ছিন্ন বর্ণালী
B. শোষিত বর্ণালী
C. কালোরেখা বর্ণালী
D. কালো পট্টি বর্ণালী
০৪. কোন শক্তিতে আলোক শক্তির তুলনায় তাপ শক্তি বেশি-
A. অতিবেগুনি রশ্মি
B. অবলোহিত রশ্মি
C. X-ray রশ্মি
D. গামা রশ্মি
০৫. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
A. 4000-45000A°
B. 6000-6500A°
C. 5000-5500A°
D. 6500-7000A°
০৬. অক্ষিগোলকের বাইরে যে কঠিন, সাদা ও অস্বচ্ছ আবরণ থাকে তাকে বলে-
A. আইরিশ
B. শ্বেতমণ্ডল
C. কৃষ্ণমণ্ডল
D. অক্ষিপট
০৭. আলো সরল পথে চলে এটি কোন তত্ত্বের সাহায্যে বাখ্যা করা যায়-
A. আলোর তরঙ্গ তত্ত্ব
B. বর্ণালী তত্ত্ব
C. আলোর কণা তত্ত্ব
D. কোনটি নয়
০৮. এক্সরে-এর সাহায্যে আমাদের শরীরের অভ্যন্তরে হাড়ের যে চিত্র পাওয়া যায় তাকে বলে-
A. রেডিওলোজি
B. গামাটোলোজি
C. অস্টিওগ্রাফ
D. রেডিওগ্রাফ
০৯. রেডিও ও তরঙ্গে ব্যবহৃত হয় কোন তরঙ্গ-
A. মাইক্রোসেভ বর্ণালী
B. X-ray রশ্মি
C. অবহেলিত বর্ণালী
D. বেতার তরঙ্গ বর্ণালী
১০. আলোর তীব্রতা বা প্রাবল্য বিস্তারের-
A. সমানুপাতিক B. ব্যাস্তানুপাতিক
C. বর্গের সমানুপাতিক
D. বর্গের ব্যস্তানুপাতিক
উত্তর : 01. C 02. D 03. A 04. B 05. D 06. B 07. C 08. A 09. D 10. C।