০১. গড় দেনাদার ৫০,০০০ টাকা, ধারে বিক্রয় ১,৫০,০০০ টাকা হলে দেনাদার আবর্তন অনুপাত কত-
ক. ৩ বার
খ. ৪ বার
গ. ৬ বার
ঘ. ৭ বার
০২. ত্বরিত সম্পদ ৬৫,০০০ টাকা, ত্বরিত অনুপাত ২:১ চলতি দায় কত-
ক. ১,৩০,০০০ টাকা
খ. ৫৪,০০০ টাকা
গ. ৬৫,০০০ টাকা
ঘ. ৩২,৫০০ টাকা
০৩. বিনিয়োজিত মূলধন ১৫,০০,০০০ টাকা, চলতি মূলধন ৫,০০,০০০ টাকা, স্থায়ী সম্পদ কত-
ক. ২০,০০,০০০ টাকা
খ. ১০,০০,০০০ টাকা
গ. ৫,০০,০০০ টাকা
ঘ. ১৫,০০,০০০ টাকা
০৪. মোট বিক্রয় ৪,০০,০০০ টাকা, মোট লাভ ২০%, গড় মজুদ ৫০,০০০ টাকা, মজুদ আবর্তন অনুপাত কত-
ক. ৬.৪০ টাকা
খ. ৬.০০ টাকা
গ. ৮.০০ টাকা
ঘ. ৭.০০ টাকা
০৫. প্রত্যক্ষ কাঁচামাল ২,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১,০০০ টাকা, পরোক্ষ খরচ ৪,০০০ টাকা। বিজ্ঞাপন ১,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত-
ক. ৮,০০০ টাকা
খ. ৭,০০০ টাকা
গ. ৩,০০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
০৬. নিচের কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না-
ক. গণনার ভুল
খ. পরিপূরক ভুল
গ. ভুল পক্ষে লিখার ভুল
ঘ. কোনটিই নয়
০৭. মূলধন জাতীয় লেনদেনগুলো কোথায় অন্তর্ভুক্ত হয়-
ক. লাভ-লোকসান হিসাবে
খ. ক্রয়-বিক্রয় হিসাবে
গ. উদ্বৃত্তপত্রে
ঘ. কোনটিতে নয়
০৮. নিচের কোন লেনদেনটির হিসাব রেওয়ামিলে দেখানো হয় না-
ক. নগদ বাট্টা
খ. কারবারি বাট্টা
গ. সম্পত্তি মজুদ পণ্য
ঘ. অনর্জিত আয়
০৯. মুনাফা বিক্রয় মূল্যের ওপর ২৫% হলে ক্রয় মূল্যের ওপর কত-
ক. ৩০ %
খ. ২০ %
গ. ১৩ %
ঘ. ৫০ %
১০.একটি কোম্পানির প্রাথমিক খরচ কোন ধরনের সম্পত্তি-
ক. চলতি সম্পত্তি
খ. স্থায়ী সম্পত্তি
গ. অলীক সম্পত্তি
ঘ. অস্পর্শনীয় সম্পত্তি
১১.অব্যবসায়ী প্রতিষ্ঠানের বছরান্তের আয় কোথায় স্থানান্তর করা হয়-
ক. মূলধন তহবিলে
খ. এন্ডডিমেন্ট তহবিলে
গ. সঞ্চিত তহবিলে
ঘ. ক্রীড়া তহবিলে
১২.কোনটি একমালিকানা কারবারের আয়-ব্যয় হিসাবের দফা-
ক. কারবারি বাট্টা
খ. আয়কর
গ. বীমাপত্র থেকে প্রাপ্তি
ঘ. অবচয়
১৩.শেয়ার মূলধন যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে বলে
ক. মূলধন সঞ্চিতি
খ. সাধারণ সঞ্চিতি
গ. সঞ্চিতি মূলধন
ঘ. কোনটিই নয়
১৪.যন্ত্রপাতি আমাদানি শুল্ক কোন জাতীয় খরচ?
ক. মুনাফা জাতীয় খরচ
খ. মূলধন জাতীয় খরচ
গ. বিলম্বিত মুনাফা জাতীয় খরচ
ঘ. কোনটিই নয়
১৫. নগদান বই আসলে-
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. জাবেদা ও খতিয়ান উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তর : ০১. ক ০২. ঘ ০৩. খ ০৪. ক ০৫. গ ০৬. খ ০৭. গ ০৮. খ ০৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. গ