০১.অংশীদারি কারবার নিচের কোন আইন দ্বারা পরিচালিত হয়-
ক. অংশীদারি আইন ১৯৩২
খ. অংশীদারি আইন ১৮৩২
গ. কোম্পানি আইন ১৯১৩
ঘ. কোম্পানি আইন ১৮১৩
০২. অংশীদারগণ প্রতি মাসের ১ম তারিখে উত্তোলন করলে, কত মাসের সুদ ধরা হবে-
ক. ৬.৫ মাসের
খ. ১২ মাসের
গ. ১১ মাসের
ঘ. ৫.৫ মাসের
০৩. মনিহারী ক্রয় ৮০০ টাকা প্রারম্ভিক উদ্বৃত্ত ১০০ টাকা সমাপনী মনিহারী ১৮০ টাকা। ব্যবহৃত মনিহারী কত-
ক. ৯০০ টাকা
খ. ৭২০ টাকা
গ. ৮০০ টাকা
ঘ. ১০০ টাকা
০৪. বার্ষিক ভাড়া খরচ অংশীদারি কারবারের কোন হিসাবে যাবে-
ক. লাভ-ক্ষতি হিসাব
খ. মূলধন হিসাব
গ. চলতি হিসাব
ঘ. উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে
০৫. কোনরূপ চুক্তির অনুপস্থিতিতে অংশীদার কর্তৃক ব্যবসায়ে প্রদত্ত ঋণের ওপর কী হারে সুদ পাবে-
ক. বার্ষিক ৬%
খ. বার্ষিক ৫%
গ. বার্ষিক ৬.৫%
ঘ. বার্ষিক ১৪%
০৬. অংশীদারগণ প্রতিমাসের শেষ তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করলে সুদ ধার্য করা হয়-
ক. ৭ মাসের
খ. ১২
গ. ৫
ঘ. ৬ মাসের
০৭. কোন পদ্ধতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাব রাখা বাধ্যতামূলক-
ক. পরিবর্তনশীল পদ্ধতি
খ. ভাসমান পদ্ধতি
গ. স্থিতিশীল পদ্ধতি
ঘ. খ+গ
০৮. প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমকে একত্রে কী বলে-
ক. প্রত্যক্ষ ব্যয়
খ. মুখ্য ব্যয়
গ. পরিবর্তনশীল ব্যয়
ঘ. ক+খ
০৯. কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা, মজুরি ৫২,৫০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৩,৫০০ টাকা হলে মুখ্য ব্যয় কত টাকা?
ক. ১,১৮,৫০০ টাকা
খ. ১,২২,০০০ টাকা
গ. ৬৬,০০০ টাকা
ঘ. ৫৬,০০০ টাকা
১০. কার্যকরী মূলধন এর সূত্র কোনটি-
ক. মোট মূলধন
খ. চলতি সম্পত্তি
গ. মোট কার্যকরী মূলধন
ঘ. চলতি সম্পত্তি-চলতি দায়