যে কোনো বাংলাদেশী চাইলে রাজধানীর আমেরিকান সেন্টারে স্পোকেন ইংলিশ চর্চা করতে পারবেন। শুক্রবার মার্কিন দূতাবাসের ফেসবুক পৃষ্ঠায় এ তথ্য জানানো হয়। ফেসবুক বার্তায় সম্ভাব্য আগ্রহীদের উদ্দেশে বলা হয়, ইংরেজিতে কথা বলা শিখতে চান? আমাদের ইংলিশ কনভারসেশনের মাধ্যমে চর্চা করতে পারেন। আমাদের অডিও এবং নোট আছে। ফেসবুক পৃষ্ঠায় অডিও এবং নোটগুলো পেতে লিংকও (goo.gl/6f5Anv) দিয়ে দেয়া হয়েছে।
আগ্রহীদের উদ্দেশে বার্তায় আরও বলা হয়, চাইলে আমেরিকান সেন্টারে সাপ্তাহিক ইংলিশ ক্লাব সেশনেও অংশ নিতে পারেন। এখানে আপনারা জন্মসূত্রে ইংরেজি ভাষাভাষীদের সঙ্গে কথা বলা চর্চা করতে পারবেন। এসব সেশন বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত। প্রতি রোব ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমেরিকান সেন্টারে এ সেশন চলবে।