০১. অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধঃ অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।
০২. একের লাঠি দশের বোঝা।
শুদ্ধঃ দশের লাঠি একের বোঝা।
০৩. তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন।
শুদ্ধঃ তার অন্তর তিমিরাচ্ছন্ন।
০৪. সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধঃ সবিনয় নিবেদন করি।
০৫. বিদ্যান হইতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হবে।
শুদ্ধঃ বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়।