১. গোঁফ খেজুরে’- এই বাগধারাটির অর্থ কি ?
(ক) আরামপ্রিয় (খ) উদাসীন
(গ)নিতান্ত অলস (ঘ) পরমুখাপেক্ষী
সঠিক উত্তরঃ নিতান্ত অলস
২. কোন দুটি অঘোষ ধ্বনি ?
(ক)চ ছ (খ) ড ঢ
(গ) ব ভ (ঘ) দ ধ
সঠিক উত্তরঃ চ ছ
৩. কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ?
(ক) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
(খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
(গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
(ঘ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
সঠিক উত্তরঃ ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
(ক) নাগেন্দ্র নাথ ও কুন্দনন্দিনী (খ) মধুসূদন ও কুমুদিনী
(গ) গোবিন্দলাল ও রোহানী (ঘ) সুরেশ ও অচলা
সঠিক উত্তরঃ গোবিন্দলাল ও রোহানী
৫. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?
(ক) ধন অপেক্ষা মান বড়
(খ) তোমাকে দিয়ে কিছু হবে না।
(গ) ঢং ঢং ঘন্টা বাজে
(ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে
সঠিক উত্তরঃ লেখাপড়া কর, নতুবা ফেল করবে
৬. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?
(ক) ১৯৫১ সালে (খ) ১৯৬১ সালে
(গ) ১৯৭১ সালে (ঘ) ১৯৮১ সালে
সঠিক উত্তরঃ ১৯৬১ সালে
৭. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?
(ক) জিঞ্জীর – কাজী নজরুল ইসলাম
(খ) সাত সাগরের মাঝি – ফররুখ আহমেদ
(গ) দিলরুবা – আবদুল কাদির
(ঘ) নুরনামা- আবদুল হাকিম
সঠিক উত্তরঃ সাত সাগরের মাঝি – ফররুখ আহমেদ
৮. ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে ?
(ক) অপূর্ব (খ) অদৃষ্টপূর্ব
(গ) অভূতপূর্ব (ঘ) ভূতপূর্ব
সঠিক উত্তরঃ ভূতপূর্ব
৯. ‘অনল প্রবাহ’ – রচনা করেন –
(ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
(খ) মোজাম্মেল হক
(গ) এয়াকুব আলী চৌধুরী
(ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী
সঠিক উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
১০. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয় ?
(ক) আমি ভাত খাচ্ছি
(খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
(গ) আমি দুপুরে ভাত খাই
(ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো
সঠিক উত্তরঃ আমি ভাত খেয়ে স্কুলে যাব
১১. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-।
(ক) ধূসর পাণ্ডুলিপি
(খ) নাম রেখেছি কোমল গান্ধার
(গ) একক সন্ধ্যায় বসন্ত
(ঘ) অন্ধকারে একা
সঠিক উত্তরঃ ধূসর পাণ্ডুলিপি
১২. ‘বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে – ।
(ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
(খ) বনের পশু বনে থাকতেই ভালোবাসে
(গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
(ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
সঠিক উত্তরঃ জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
১৩. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ?
(ক) ওরা কি করে ? (খ) আপনি আসবেন
(গ) আমরা যাচ্ছি (ঘ) তোরা খাসনে
সঠিক উত্তরঃ ওরা কি করে ?
১৪. মধ্যপদলোপী কর্মধারায়ের উদাহরণ কোনটি ?
(ক) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
(খ) অরুণের মতহ রাঙা – অরুণরাঙা
(গ) হাসিমাখা মুখ – হাসিমুখ
(ঘ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী – ক্ষণস্থায়ী
সঠিক উত্তরঃ হাসিমাখা মুখ – হাসিমুখ
১৫. “শৈবাল দীঘিরে উচ্চ করি শির;
লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।”
এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -।
(ক) প্রতিদান (খ) প্রত্যুপকার
(গ) অকৃতজ্ঞতা (ঘ) অসহিঞ্চুতা
সঠিক উত্তরঃ অকৃতজ্ঞতা
১৬. কোনটি ঐতিহাসিক নাটক ?
(ক) শর্মিষ্ঠা (খ) রাজসিংহ
(গ) পলাশীর যুদ্ধ (ঘ) রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তরঃ (ঘ) রক্তাক্ত প্রান্তর
১৭. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-।
(ক) মহাকব্যে (খ) নাটকে
(গ) পত্রকাব্যে (ঘ) সনেটে
সঠিক উত্তরঃ সনেটে
১৮. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-।
(ক) মীর মোশাররফ হোসেন
(খ) মুন্সী রেয়াজুদ্দীন আহমদ
(গ) মোজাম্মেল হক
(ঘ) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
সঠিক উত্তরঃ মোজাম্মেল হক
১৯. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ ?
(ক) হাতি/হাতী (খ) নারি/নারী
(গ) জাতি/জাতী (ঘ) দাদি/ দাদী
সঠিক উত্তরঃ হাতি/হাতী
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের ’পদ্মা নদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-।
(ক) মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
(খ) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
(গ) চাষী-জীবনের করুণ চিত্র
(ঘ) চরবাসীদের দুঃখী জীবন
সঠিক উত্তরঃ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ