১. বাক্যের মৌলিক উপাদান কোনটি ?
(ক) শব্দ (খ)ধ্বনি
(গ)বর্ণ (ঘ)ভাষা
সঠিক উত্তরঃ(ক) শব্দ
২. নিম্নের কোনটি অল্পপ্রাণ ধ্বনি ?
(ক)ঘ (খ)ঠ
(গ)ঙ (ঘ)ত
সঠিক উত্তরঃ(ঘ)ত
৩. কোন বাগ্ধারাটি ভিন্নার্থক ?
(ক)অহিনকুল (খ)উত্তম-মধ্যম
(গ)আদায়-কাঁচকলা (ঘ)সাপে-নেউলে
সঠিক উত্তরঃ(খ)উত্তম–মধ্যম
৪. নশ্বর যেমন শাশ্বত অলীকব তেমন-
(ক)শান্ত (খ)সত্য
(গ)স্থায়ী (ঘ)সুন্দর
সঠিক উত্তরঃ(খ)সত্য
৫. ‘কেওয়াট’ এর আভিধানিক অর্থ কোনটি ?
(ক)কপোট (খ)কেউটে
(গ)কপাট (ঘ)করোটি
সঠিক উত্তরঃ(গ)কপাট
৬. “আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”- চরণ দু’টির রচয়িতা কে ?
(ক)প্রথম চৌধুরি (খ)নির্মলেন্দু গুণ
(গ)হাছন রাজা (ঘ)লালন শাহ
সঠিক উত্তরঃ(গ)হাছন রাজা
৭. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র-এটি কোন ধরনের বাক্য?
(ক)সরল (খ)যৌগিক
(গ)জটিল (ঘ)বিযুক্ত
সঠিক উত্তরঃ(ক)সরল
৮. শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে ?
(ক)প্রতয় (খ)প্রকৃতি
(গ)অনুসর্গ (ঘ)উপসর্গ
সঠিক উত্তরঃ(ক)প্রতয়
৯. অপরাজেয় বাংলা কথাশিল্পী কার ছদ্মনাম ?
(ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ)সত্যেন্দ্রনাথ দত্ত
(গ)মধসূদন দত্ত (ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তরঃ(ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০. কোন বানানটি শুদ্ধ ?
(ক)সরীসৃপ (খ)সরিসৃপ
(গ)শরীসৃপ (ঘ)শরিসৃপ
সঠিক উত্তরঃ (ক)সরীসৃপ
১১. ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত ?
(ক)সংস্কৃত খাঁটি (খ)বাংলা
(গ)দেশী (ঘ)বিদেশী
সঠিক উত্তরঃ(ক)সংস্কৃত খাঁটি
১২. নিম্নের কোনটি তৎসম শব্দ ?
(ক)দধি (খ)মুড়ি
(গ)আম (ঘ)কলম
সঠিক উত্তরঃ(ক)দধি
১৩. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?
(ক)বাংলা (খ)আরবি
(গ)ফারসি (ঘ)তুর্কি
সঠিক উত্তরঃ(ঘ)তুর্কি
১৪. কোনটি দ্বন্দ্ব সমাস ?
(ক)মধুকণ্ঠি (খ)রাতাকান
(গ)হাট-বাজার (ঘ)গোমড়ামুখো
সঠিক উত্তরঃ (গ)হাট–বাজার
১৫. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে কী বলে ?
(ক)বিশেষণ (খ)বিশেষণের পদ
(গ)নাম বিশেষণ (ঘ)ভাব বিশেষণ
সঠিক উত্তরঃ(গ)নাম বিশেষণ
১৬. ‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির গতি পদটি-
(ক)নাম বিশেষণ (খ)ভাব বিশেষণ
(গ)ক্রিয়া বিশেষণ (ঘ)বিশেষ্যের বিশেষণ
সঠিক উত্তরঃ(খ)ভাব বিশেষণ
১৭. ‘তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি’ এটি কোন বাক্য ?
(ক)যৌগিক (খ)জটিল
(গ)সরল (ঘ)কোনটিই নয়
সঠিক উত্তরঃ (ক)যৌগিক
১৮. ‘জমিদার দর্পণ’ উপন্যাসটির লেখক হচ্ছেন-
(ক)মুনীর চৌধুরী (খ)মীর মোশাররফ হোসেন
(গ)মুহাম্মদ আব্দুল হাই (ঘ)এস ওয়াজেদ আলী
সঠিক উত্তরঃ(খ)মীর মোশাররফ হোসেন
১৯. ‘খেয়া পারের তরুণী’ কবিতার কবি হচ্ছেন-
(ক)গোলাম মোস্তফা (খ)কাজী নজরুল ইসলাম
(গ)কায়কোবাদ (ঘ)সানাউল হক
সঠিক উত্তরঃ(খ)কাজী নজরুল ইসলাম
২০. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তি ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে ?
(ক)চিরন্তন সত্য (খ)অনুজ্ঞা ভাব
(গ)আবেগ প্রকাশ (ঘ)প্রশ্ন জিজ্ঞাসা
সঠিক উত্তরঃ(ক)চিরন্তন সত্য