০১৷‘বাঁধনহারা’ উপন্যাসের রচয়িতার নাম কী===== কাজী নজরুল ইসলাম।
০২৷‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটির রচয়িতা কে==== বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
০৩৷‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসের রচয়িতা কে==== সৈয়দ ওয়ালীউল্লাহ।
০৪৷জহির রায়হান রচিত উপন্যাসের নাম ==== ‘আরেক ফাল্গুন’, হাজার বছর ধরে’, বরফ গলা নদী।
০৫৷‘তেইশ-নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে====আলাউদ্দীন আল-আজাদ।
০৬৷‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে==== অদ্বৈত মল্লবর্মণ।
০৭৷‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা=== উপন্যাস।
০৮৷‘দত্তা’ উপন্যাসটির লেখক কে===শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
০৯৷‘আবদুল্লাহ’ উপন্যাসটি কে রচনা করেন===== কাজী ইমদাদুল হক।
১০৷ ‘আনন্দ মঠ’ ও ‘দেবী চৌধুরাণী’ গ্রন্থ দুটির রচয়িতা === বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১১৷‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে==== রবীন্দ্রনাথ ঠাকুর।
১২৷‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে====মানিক বন্দ্যোপাধ্যায়।
১৩৷শওকত ওসমান রচিত উপন্যাসের নাম কী====জননী।
১৪৷‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে==== আবু জাফর শামসুদ্দিন।
১৫৷‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থের রচয়িতা কে=====শ্রীমতি ক্যাথেরিনা।
১৬৷‘বরফগলা নদী’ উপন্যাসের রচয়িতা নাম কী=== জহির রায়হান।
১৭৷‘সারেং বৌ’ গ্রন্থের লেখক কে====শহীদুল্লাহ কায়সার।
১৮৷সৈয়দ মুজতবা আলীর রচিত ‘ময়ুরকণ্ঠী’ ও ‘শবনম’ কোন শ্রেণীর রচনা==== উপন্যাস।
১৯৷‘সংশপ্তক’ গ্রন্থের রচয়িতা কে===== শহীদুল্লাহ কায়সার।
২০৷‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে=== আবু ইসহাক।