০১. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
ক. জসীমউদ্দীন
খ. ফররুখ আহমেদ
গ. আবুল হোসেন
ঘ. শহীদ কাদরী
০২. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. ফার্সি
খ. তুর্কি
গ. পর্তুগিজ
ঘ. আরবি
০৩. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
ক. মহাকাব্য
খ. সনেট
গ. পত্রকাব্য
ঘ. গীতিকাব্য
০৪. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. আনন্দমোহন বাগচী
০৫. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০
০৬. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ক. ৬
খ. ২
গ. ৪
ঘ. ৫
০৭. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?
ক. দিলারা হাশেম
খ. রাজিয়া খান
গ. রিজিয়া রহমান
ঘ. সেলিনা হোসেন
০৮. ‘অপ’ কী ধরনের উপসর্গ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. বিদেশী
ঘ. মিশ্র
০৯. ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?
ক. সহ+চর+র্য
খ. সহচর+ ৎ ফলা
গ. সহচর + য
ঘ. কোনটিই নয়
১০. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক. গোবিন্দ দাস
খ. কায়কোবাদ
গ. কাহ্নপা
ঘ. ভুসুকুপা
উত্তর : ১.ক ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. ঘ