০১. ‘ভালো মানুষ’-এর ‘ভালো’ শব্দটি কোন ধরনের বিশেষণ?
ক. আস্থাবাচক
খ. রূপবাচক
গ. গুণবাচক
ঘ. নির্দিষ্টতাজ্ঞাপক
০২. তৎসম শব্দ দিয়ে কী বোঝানো হয়?
ক. সংস্কৃত থেকে উৎপন্ন
খ. তদ্ভব শব্দ থেকে উৎপন্ন
গ. পাহাড় সমান
ঘ. দেশী শব্দ
০৩. ‘অন্যের অপমান দেখার নেশা বড় নেশা’- উক্তিটি কোন লেখায় পাওয়া যায়?
ক. সৌদামিনী মালো
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. হৈমন্তী
ঘ. বিলাসি
০৪. ‘বঙ্গভাষা’ সনেটটি কোন ছন্দে রচিত হয়েছে?
ক. মুক্তক
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. স্বরবৃত্ত
০৫. নির্ভুল বানান-
ক. স্বায়ত্ব
খ. স্বায়ত
গ. স্বায়ত্ত
ঘ. সায়ত্ত্ব
০৬. নিম্নের কোনটি মিশ্রক্রিয়া?
ক. গোল্লায় যাও
খ. কনকনাচ্ছে
গ. বেজে ওঠা
ঘ. দেখাচ্ছেন
০৭. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে
খ. শেষে
গ. বিশেষণের পর
ঘ. বিশেষ্যের পর
০৮. ‘যে নারীর সন্তান বাঁচে না’ এর সংক্ষিপ্ত রূপটি হবে-
ক. মৃত বৎসা
খ. বন্ধ্যা
গ. আঁতুড়ে
ঘ. অনূঢ়া
০৯. ‘যতই করিবে দান ততই যাবে বেড়ে’ কোন বাক্য?
ক. সরল খ. যৌগিক গ. রূঢ়ি ঘ. জটিল
১০. ‘শর্বরী’ শব্দের অর্থ কী?
ক. রাত্রি
খ. অন্ধকার
গ. সুন্দর
ঘ. শ্যামল
১১.সম্প্রতি বাংলাদেশের প্রধান মন্ত্রী জাতিসংঘের পরিবেশ বিষয়ক যে পুরস্কার লাভ করেছেন তার নাম-
ক. চ্যাম্পিয়নন্স অফ দ্যা আর্থ
খ. আইসিটি গ.বুকার
ঘ.সাইথ সাউথ
১২.বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
ক. ৮ জুন
খ. ৫ জুন
গ. ৮ এপ্রিল
ঘ. ৭ এপ্রিল