০১. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তরঃ পাল
০২. কবি গানের প্রথম কবি কে?
উত্তরঃ গোঁজলা পুট
০৩. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
উত্তরঃ মামুনুর রসীদ
০৪. বিদ্রোহী বালিকা বধু ‘জমিলা’ কোন উপন্যাসের চরিত্র ?
উত্তরঃ লালসালু
০৫. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে?
উত্তরঃ মোজাম্মেল হক
০৬. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল’ এটি কার লেখা ?
উত্তরঃ জ্ঞানদাস
০৭. বাংলা গাদ্যের জনক বলা হয় কাকে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
০৮. বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
০৯. ‘রায় নন্দিনী’ কার রচনা ?
উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
১০. ‘রুন্দ্রমঙ্গল’ কার লেখা ?
উত্তরঃ কাজী নজরুল
১১. বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয়?
উত্তরঃ ৫ জন কবিকে
১২. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস
১৩. ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ আল মাহমুদ
১৪. কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
উত্তরঃ তুর্কী
১৫. ‘পদ্মা নদীর মাঝি’ কার লেখা?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়