০১. বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
উঃ ৭ জুলাই ২০১৪
০২. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
০৩. বাংলাদেশ-ভারতের মোট সমুদ্রসীমা কত?
উঃ ১,১৮,৮১৩ বর্গ কি. মি.
০৪. বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে?
উঃ ১৯,৪৬৭ বর্গ কি. মি.
০৫. বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্র বিরোধপূর্ণ এলাকা ছিল কত?
উঃ ২৫,৬০২ বর্গ কি. মি.