বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি!

গাজীপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় প্রথম শ্রেণির সহকারী প্রকৌশলী ও পার্সোনাল অফিসার বা স্টোর অফিসার পদে নয়জনকে নিয়োগ দেওয়া হবে।

সহকারী প্রকৌশলী

সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে সাতজনকে। যান্ত্রিক, তড়িৎ, ধাতব, রসায়ন অথবা কম্পিউটার প্রকৌশল থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন পদ্গুলোতে। পদটির জন্য বেতন দেওয়া হবে ২০ হাজার ৩৭০ টাকা।

পার্সোনাল অফিসার বা স্টোর অফিসার

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এই পদে। মোট দুটি পদে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২০ হাজার ৩৭০ টাকা।

সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা ৩০ সেপ্টেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন করা যাবে ১৫ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

Scan-161-29-10-15