বাংলাদেশ ব্যাংক-এ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

Bangladesh Bank Logo

বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিন্মবর্ণিত শতাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নিমিত্তে আবেদনপত্রের আহ্বান জানানো হয়েছে। পদটিতে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে। আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেটসহ ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের বয়স ১১ জানুয়ারি-২০১৬ তারিখে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

বেতন

২০১৫ সালের বেতনক্রম অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘মহাব্যবস্থাপক, ব্যাংকার্স সিলেকশন সচিবালয়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানো যাবে আগামী ৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৬ জানুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-০৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

Bangladesh-Bank