বাংলাদেশ ব্যাংকের ‘অফিসার( জেনারেল সাইড)’ পদে নিয়োগের পরীক্ষা ২ জানুয়ারি শুক্রবার যথারীতি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পদের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেওয়া হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ফ্রি ব্যাংকের মডেল টেস্ট দিতে ভিজিট করুন www.educarnival.com অথবা এই লিংকটিতে ক্লিক করুন ww.www.educarnival.com/exam-carnival