ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট সাতটি পদের মধ্যে সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগে একজন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে একজন, কৃষি রসায়ন বিভাগে একজন, ডেয়রি বিজ্ঞান বিভাগে একজন, কৃষি অর্থসংস্থান বিভাগে একজন, কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেটিক্স বিভাগে একজন এবং ইনস্টিটিউট অব অ্যাগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের বেতন ও ভাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। শুধু ৩০ বছর বা এর কম বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৪ নভেম্বর ২০১৫ তারিখে (পৃষ্ঠা-২) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-